রাজশাহীতে ‘মদপানের পর’ অসুস্থ ৫ জনেরই মৃত্যু

মদপানের পর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার রাত সোয়া ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মৃত যুবকেরা হলেন নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল (২৮), বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) ও বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), নগরীর হেতেমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও কাদিরগঞ্জ এলাকার সুমন আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ব্যক্তিরা গতকাল শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, ইংরেজি নববর্ষকে বরণ করতে শুক্রবার সন্ধ্যায় নগরীর হোসনীগঞ্জ এলাকায় কয়েকজন একত্রিত হয়ে মদপান করেন। এরপর তাঁদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে ফয়সাল, সাগর ও সজল নামের তিনজন মারা যান। এছাড়া বিকেল সোয়া ৪টার দিকে তুহিন ও রাত ৮টা ১০ মিনিটে মুন আহমেদ (১৮) নামের আরো একজন মারা যান।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতের বিভিন্ন সময়ে ওই ব্যক্তিরা একজন একজন করে হাসপাতালে ভর্তি হন। তাঁদের প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি হচ্ছিল বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক জানান, মদপানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মৃতদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে অতিরিক্ত মদপান না নিম্নমানের মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।