রাজশাহীর করোনা ইউনিটে চারজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে এদের মধ্যে কেউ করোনা পজিটিভ হয়ে মারা যাননি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘মৃতদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও অন্য অসুস্থতায় একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন নওগাঁর এবং দুইজন জয়পুরহাট ও ঝিনাইদহের।’
পরিচালক আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২২ জন। এ নিয়ে হাসপাতালের ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩০ জন।