রাজশাহীর স্কাই লাইন কেব্ল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চ্যানেল সম্প্রচারের দায়ে রাজশাহীর স্কাই লাইন প্রাইভেট লিমিটেড নামে এক কেব্ল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই রাজশাহীর স্কাই লাইন প্রাইভেট লিমিটেড সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে ভারতীয় স্টার গ্রুপের চ্যানেলগুলোর ডিস্ট্রিবিউটর জাদু ভিশনের কাছ থেকে অবৈধ উপায়ে চ্যানেল সম্প্রচার করে আসছিল এবং বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী প্রচার বাধ্যতামূলক দুটি বাংলাদেশি চ্যানেল নাগরিক টিভি ও আনন্দ টিভি সম্প্রচার করা থেকে বিরত থাকছিল। তথ্য মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি টিভি চ্যানেলের সর্বপ্রথম সম্প্রচারের তারিখের ক্রমানুসারে সম্প্রচারকরণের আদেশটিও তারা অমান্য করছিল। এ ছাড়া অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বেশ কিছু অবৈধ যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বারাতুল করিম সাদি, সাইদুজ্জামান কনা ও মির্জা আশিক-উল আজিজ উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। বর্তমানে সারা দেশে বিদেশি চ্যানেল পাইরেসি রোধ করতে বাংলাদেশ টেলিভিশনের আদেশ অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।