রাজশাহী ও রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

শীত শেষে চলছে ঋতুরাজ বসন্ত। বসন্তের শুরুতেই দেশের রাজশাহী ও রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ ছাড় আগামী দুদিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানা যায়, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ৭২ ঘণ্টা পর আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।