রেলস্টেশন ভাঙচুরে বিএনপির ১৭০ নেতাকর্মীকে আসামি করে মামলা

খুলনায় রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খবির আহমেদ।
বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের মোটরসাইকেল রাখতে বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় রেলকর্মী ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মনিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ৩)।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খবির আহমেদ বলেন, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনামা ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন। যেহেতু রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।