র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ কল্পনাপ্রসূত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যেসব অভিযোগের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা কল্পনাপ্রসূত।’
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ রোববার এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
অভিযোগ অস্বীকার করে আনিসুল হক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, বাংলাদেশে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ছয়শর বেশি লোক গুম হয়েছেন। আসলে বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।’
আনিসুল হক আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেসব অভিযোগ র্যাব বা কর্মকর্তাদের বিরুদ্ধে বলা হয়েছে তা ঠিক নয়। এসব কল্পনাপ্রসূত।’