লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে জামিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/24/high-court.jpg)
বাংলাদেশের হাইকোর্টের ফাইল ছবি
অর্থ পাচার মামলায় তিন শর্তে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক)।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, খালেদ হাসান মতিনের পাসপোর্ট জমা থাকবে, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না। লেকহেড গ্রামার স্কুলের টাকা অন্যত্র ট্রান্সফার করতে পারবেন না। এসব শর্তে তাঁকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
খালেদ হাসান মতিনের বিরুদ্ধে তিন কোটি তিন লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে ২০২০ সালের ২ নভেম্বর গুলশান থানায় মামলা করা হয়।