‘শহীদ জিয়া মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বাধীনতার পর তৎকালীন সরকার চারটি রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। আর জিয়াউর রহমান সেই মানুষ, যিনি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।’
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আপনার-আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মানুষটি আপনাকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তাঁর আগে যারা গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলত, তারা বাকশাল কায়েম করেছিল।’
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আজমত আলী।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ‘অনেকেই অনেক কথা বলেন। যত অত্যাচার হয়েছে প্রত্যেকটির বিচার হবে বাংলার মাটিতে। যত বাধাবিপত্তি আসুক না কেন রাজপথে আপনাদের পাশে থেকে রাজনৈতিকভাবে স্বৈরাচারকে মোকাবিলা করব। জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘তাদের টার্গেট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাদের টার্গেট বিএনপির জ্যেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ তাঁরাই পারেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই অগণতান্ত্রিক সরকারকে রুখে দিতে। জিয়া পরিবারকে নিশ্চিহ্ণ করতে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ১৩ বছর বিদেশে থাকার পরেও তারেক জিয়ার জনপ্রিয়তা কমেনি বরং বৃদ্ধি পাচ্ছে।’