শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে খুলনায় নানা আয়োজন

শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করছে খুলনা মহানগর বিএনপি। ছবি : এনটিভি
শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করছে খুলনা মহানগর বিএনপি।
আজ রোববার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির সহসভাপতি সাহরুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফারউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
পরে একই স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ ছাড়া মহানগর বিএনপি গতকাল শনিবার থেকে নগরীর ৩১টি ওয়ার্ডেই এতিমখানা ও দুঃস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ করেছে।