শেখ মনির জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/04/jubo-1_0.jpg)
ছবি : সংগৃহীত
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে ৫০০ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড খেলার মাঠে যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রহিম কাওছারের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ গ্রামের সর্দার সর্দার সুনাই মিয়া, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বাবু অমীয় রায়, সাধারণ সম্পাদক মো. শামীম খান, পৌর আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল খালেক, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হিমেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহজাহান নাসির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগর প্রমুখ।