শেরপুরে কৃষি ঋণ মেলা উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/06/sherpur-news-pic.jpg)
শেরপুরে ডিসি উদ্যানে তিন দিনব্যাপী কৃষি ঋণ মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি ঋণ মেলা। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরপুর ডিসি উদ্যানে শুরু হয় এই মেলা।
কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।
তিন দিনব্যাপী কৃষি ঋণ মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম, কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা কৃষি বিভাগের উপপরিচালক ড. সুকল্প দাস, অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কৃষি ঋণ মেলা উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৪টি ব্যাংকের স্টল রয়েছে।