ষড়যন্ত্রকারীদের কোনো মানবিকতা দেখানো যাবে না : এ আরাফাত
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ আরাফাত বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে কখনো পরাজিত হয়নি। প্রত্যেকবার ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। স্বাধীনতার পর দেশের ৩৬ বছরে যা অর্জন হয়নি; গত ১৪ বছরে তার চেয়ে বেশি অর্জিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দিগুণ নয় বরং তিনগুণ থেকে ১৪ গুণ পর্যন্ত উন্নয়ন হয়েছে।’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে কোনো মানবিকতা দেখানো যাবে না। তাহলে আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। আগামী এক বছর আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে লড়াই করত হবে।’
‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ স্বাধীনতার সুযোগ পেয়েছে। কিন্তু কিছু বিশ্বাসঘাতক জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। মেজর জিয়া ও এরশাদ দেশে মিলেটারি শাসন শুরু করে। দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনই ছিল দেশের দ্বিতীয় প্রত্যাবর্তন। তার প্রত্যাবর্তনই দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছে।’