সমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতাকর্মীরা

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে নামাজ আদায় করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের মাঠেই আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন বিএনপির নেতাকর্মীরা। ইমামতি করেন কোমরপুর জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে নামাজের পর তাঁরা দেশেবাসীর জন্য দোয়া করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘পরিবহণ ধর্মঘটকে মাথায় রেখে এরই মধ্যে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছেছেন। অন্যরা পথে আছেন। বিভাগীয় সমাবেশে আসা নেতাকর্মীরা মাঠেই জুমার নামাজ আদায় করেছেন।’
জাহিদ বলেন, ‘পরিবহণ ধর্মঘটসহ বিভিন্ন বাধা দিয়েও গণসমাবেশকে সরকার রুখতে পারবে না। সমাবেশ হবে শুধু ফরিদপুরের মাঠে নয়, কয়েক কিলোমিটারজুড়ে সমাবেশের সীমানা ছড়িয়ে পড়বে।’