সমাবেশে আসার পথে ট্রলারে গুলি ও বোমা হামলায় আহত ৩০, অভিযোগ বিএনপির

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে নয়টা ট্রলারে করে খুলনা আসার পথে নগরীর ৫নং ঘাটে যুবলীগ নেতাকর্মীদের বোমা হামলা ও বেধড়ক কোপে ত্রিশজন আহত হয়েছে বলে ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানিয়েছেন। তবে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনা অস্বীকার করেছেন।
বাস-সিএনজি বন্ধ থাকায় বিএনপি নেতাকর্মীরা নয়টা ট্রলার করে ভৈরব নদ দিয়ে খুলনা আসছিলেন। ট্রলারটি ৫নং ঘাট এলাকায় আসার পর যুবলীগ নেতারা ট্রলারে তাদের ঘিরে বোমা হামলা এবং বেধড়ক কুপিয়ে তাদের আবার ফেরত যেতে বাধ্য করে। পরে ট্রলার ফুলতলায় ফেরত গিয়ে ২০জন ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হয়েছে।

এ ব্যাপারে জানাতে চাইলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার জানান, ঘটনাটি তার থানা এলাকার মধ্যে নয়। তবে ঘটনাটি তিনি শুনেছেন।

এদিকে সমাবেশে আসার পথে রূপসায় গুলিতে মোস্তাফিজুর রহমান রাজু নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।