সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে : জিএম কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/05/gm-kaader.jpg)
ক্ষমতাসীন সরকার জনগণের জানমালের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
আজ বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শনকালে জিএম কাদের এ মন্তব্য করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, ‘সবার জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। কিন্তু, সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে। এ বছরে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে ও সরকার কী ব্যবস্থা নিয়েছে তা কেউ জানে না।’
সরকারের জবাবদিহিতা নেই জানিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘দুর্ঘটনা রোধে সরকারের কী করা উচিত ছিল? কি করা হয়নি? তা কেউ জানে না। মনে হচ্ছে কারও কোনো জবাবদিহিতা নেই। যার যেভাবে ইচ্ছে, সেভাবেই দেশ চালাচ্ছে।’
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এই অগ্নিকাণ্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। বিনাসুদে বা স্বল্প সুদে ঋণ দিয়ে ক্ষতিগ্রস্তদের ব্যবসায় ফেরাতে হবে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে একটি মার্কেট তৈরি করে দেওয়া হোক, যাতে ঈদের আগে কিছু বেচাকেনা করতে পারে তারা।’
এর আগে বেলা ১টার দিকে জাপা চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ও সহযোগী সংগঠনের প্রতীকী অনশনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।