সরকার পতনে জনগণকে আন্দোলনে নামার আহ্বান মেজর হাফিজের

বক্তব্য দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না, দ্রব্যমূল্যও কমানো যাবে না। অগণতান্ত্রিক এই সরকারের পতন ঘটাতে রাজনৈতিক দলের সঙ্গে জনগণকে আন্দোলনে নামতে হবে। বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশে স্থানীয় নেতারা ছাড়াও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল।
এই বছরের মধ্যেই এই সরকারের পতন হবে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, জিয়াউর রহমানের আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই সময় দেশ থেকে যারা পালিয়ে গিয়েছিল, তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি। এখন দেখা যায় বিএনপির অনেকের মধ্য থেকে জিয়াউর রহমানের আদর্শ হারিয়ে গেছে। যেদিন তাদের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ ফিরে আসবে, সেদিনই এই সকরকারের পতন ঘটবে। ইভিএম কারচুপির আশায় যে নির্বাচন কমিশন গঠন করেছেন, তারা (সরকার) সেই নির্বাচন করতে পারবে না।