সাংবাদিক হুমায়ুন কবীর বালু স্মরণে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার খুলনা প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান প্রমুখ।
স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুনরায় তদন্তের দাবি জানিয়ে হত্যাকাণ্ডের মোটিভ, পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহ্বান জানান। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এর আগে ক্লাবের সদস্যরা ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সব সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালুকে নিয়ে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন মো. জামিল আহম্মদ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।