সাংসদ টিপুর এমভি ফারহান-৬ জব্দ, নিখোঁজ ৯
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/05/nganj-pic-tham.jpg)
নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটি জব্দ করে দুজন মাস্টার ও দুজন ড্রাইভারকে আটক করেছে নৌপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।
এদিকে লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বিআইডব্লিউটিএ আরও জানায়, লঞ্চটির রুট পারমিটও বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি এবং জীবিত বা মৃত কোনো লোক উদ্ধার করতে পারেননি। সন্ধ্যায় উদ্ধার কাজ আজকের মতো স্থগিত করা হয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/05/nganj-farhan-6-pic.jpg)
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক পরিবারের চারজন রয়েছে। তারা হলেন জেসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া। আরও নিখোঁজ আছেন, মোতালিব, আব্দুল্লাহ, আওলাদ, শওকত ও খবির।
খবর পেয়ে দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।