সাতক্ষীরায় কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক কলেজশিক্ষকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গাছে ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
বাড়ির কাছে মেহগনি গাছে রশি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত লাশটি কালিগঞ্জ উপজেলার কাজী আলাউদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মনিরুজ্জামান বাবুলের। তিনি সেহারা গ্রামের বাসিন্দা।
তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান—ঘটনা হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য কলেজ শিক্ষক মনিরুজ্জামান বাবুলের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।