সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/07/satkhira-death-picc.jpg)
সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত গৃহবধূ কৌশল্যা রানী মণ্ডলের মরদেহ। ছবি : এনটিভি
সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় কৌশল্যা রানী মণ্ডল (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার (৭ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই এলাকার সূর্যকান্ত মণ্ডলের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা ৭টার দিকে কৌশল্যা রানী মণ্ডল একটি মোটরসাইকেলের পেছনে বসে সাতক্ষীরা থেকে শ্যামনগর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-৭২৬৪) ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, স্থানীয়দের সহায়তায় ধাওয়া দিয়ে ঘাতক প্রাইভেটকারটিকে শ্রীফলাকাঠি এলাকা থেকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।