সাবেক এমপি জেরিনের করা মানহানি মামলায় চারজনের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/26/cmm.jpg)
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসমা জেরিন ঝুমুরের করা এক মানহানির মামলায় চার জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন— সাহিদ ভাসানী, মো. আসাদুজ্জামান, নাসির ভাসানী ও শুকুর ভাসানী। রায় শেষে আসমিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আইনজীবীরা আপিলের শর্তে জামিন আবেদন করলে বিচারক তাও নাকচ করে দেন।
২০২২ সালের ১ মার্চ এই মামলা করেন সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আসমা জেরিন ঝুমুর। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে হাতিরঝিল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। হাতিরঝিল থানার উপপরিদর্শক সুব্রত দেবনাথ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর চার আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর চার মাসের মধ্যে বিচার কাজ শেষ হয়। বিচার চলাকালে পাঁচ জন সাক্ষীর তিন জন আদালতে জবানবন্দি দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সামনে ‘৪ নম্বর নিউ ইস্কাটন রোড ফকির মাহমুদ ওয়াকফ এস্টেটের জমি জবরদখলকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা ঝুমুরের বিচার চাই, বিচার চাই’ শিরোনামে ব্যানার টানিয়ে দরখাস্তকারীর মান-সম্মানের ওপর চরম আঘাত হেনেছেন। এভাবে আসামিরা ৫০০ ধারার আওতায় অপরাধ করেছেন।