সাবেক মেয়র ও বিএনপিনেতা মোল্লা আব্দুল জলিলের ইন্তেকাল

মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি মোল্লা আব্দুল জলিল (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি ওয়া রাজিউন)।
আজ শনিবার দুপুর পৌনে ১টায় পৌর শহরের নিজ বাসভবনে আব্দুল জলিল ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর হেলিপ্যাড মাঠে মরহুমের জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি মিঠাখালী ইউনিয়নের খোনকারবেড় নিয়ে যাওয়া হয়। সেখানে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
মোল্লা আব্দুল জলিল পৌর মেয়র ছাড়াও এর আগে দুইবার তাঁর নিজ ইউনিয়ন মিঠাখালীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, বিএনপিনেতা মোল্লা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আল প্রমুখ।