সাভারে পৃথক ঘটনায় ৩ জনকে কুপিয়ে জখম
সাভারে পৃথক ঘটনায় তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর ও হারানগর এলাকায় কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় স্থানীয় ব্যক্তি কিয়াম উদ্দিন ও তাঁর ছেলে রকিবুল ইসলাম ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে একদল সন্ত্রাসী। এ সময় তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে, পূর্ব শত্রুতার জের ধরে সাভারের হারানগর এলাকায় আবুল কাসেম নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পৃথক এ দুটি ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’