ফেসবুকে হা হা রিয়েক্টের জেরে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন

ফেসবুকে হা হা রিয়েক্টের জেরে নাঈম বাদশা নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) সকালে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাঈম বাদশা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাঈম বাদশাকে হত্যার ঘটনায় সবুজ আহমেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহত নাঈম ও অভিযুক্ত সবুজ দুজন বাল্যবন্ধু। তারা একই সঙ্গে উপজেলার আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি সবুজের একটি ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেন নাঈম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাঈমকে আজ শনিবার সকালে ভোগাই নদীর কাছে ডেকে নিয়ে যান সবুজ। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে নাঈমকে ছুরিকাঘাত করেন সবুজ। নাঈমকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাঈম।
ছুরিকাঘাতের ঘটনার পরপরই স্থানীয়রা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।