সাভারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/10/savar-ahulia-thana.jpg)
সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আলম মণ্ডল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাতে টাইগার কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলম মণ্ডলের বাড়ি নওগাঁর সদর থানার রামরাই গ্রামে।
পুলিশ বলছে, বাইপাইলের টাইগার কলোনী এলাকায় ১২ বছরের এক শিশুকে কয়েকদিন ধরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলেন আলম মণ্ডল। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তাঁর ভাইকে খুলে বলে।
সব শুনে গতকাল রাতে তার ভাই আশুলিয়া থানায় আলম মণ্ডলকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেন জানান, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।