সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার দ্রুত শেষ করা হবে : অ্যাটর্নি জেনারেল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/06/savar.jpg)
দেশে সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ শনিবার দুপুরে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ সময় আরও বলেন, ‘সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারকৃত আসামিদের দেশের প্রচলিত আইনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন করে আইন তৈরি করে বিচার কার্যক্রম করলে দেরি হবে। তাই প্রচলিত আইনে বিচার কার্যক্রম হবে।’
আমিন উদ্দিন আরও বলেন, ‘এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। সাম্প্রদায়িক বিনিষ্টকারীরা দেশ ও সমাজের শত্রু।’
এ দেশে কোনো দুস্কৃতকারীদের জায়গা নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এদেশে সব ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে।’
অনুষ্ঠানে এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁনসহ আরও অনেকে ছিলেন।