সিরাজগঞ্জে দুটি মহল্লার বাসিন্দাদের সংঘর্ষ, যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুটি মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত সাজ্জাদকে জেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যায়।
সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জ পৌরসভা এলাকার পুরান ভাঙ্গাবাড়ি এলাকার আবু সাঈদের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত থেকে পৌরসভার দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জের ধরে আজ সকালেও থানা রোড এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাজ্জাদ হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়।
পুনরায় সংঘর্ষ এড়াতে ওই দুই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।