সিরাজগঞ্জে ধীর গতিতে চলছে যানবাহন

লকডাউন শুরুর আগের দিন হওয়ায় বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গমুখী যানবাহনের চাপ বেড়েছে বহুগুণে। অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ২২ কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এজন্য মহাসড়কের কড্ডা ও নলকায় সৃষ্টি হয়েছে যানজট।
সর্বাত্মক লকডাউন শুরুর আগেই আজ মঙ্গলবার নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা পরিবহণ সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সিরাজগঞ্জে।
গণপরিবহণ চলাচল নিষিদ্ধ করা হলেও সড়ক-মহাসড়কে কিছু যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এদিকে গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে, বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে যানজটও। লকডাউনের নবম দিন আজ সকাল থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে ঢাকা থেকে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের গন্তব্যে যেতে পরিবহণের জন্য অপেক্ষা করতে দেখা যায় জেলার ঢাকা-বগুড়া, ঢাকা-পাবনা ও ঢাকা-রাজশাহী মহাসড়কের সংযোগস্থল হাটিকুমরুল গোলচত্বরে।
পরিবহণের অপেক্ষায় থাকা যাত্রীরা জানায়, চূড়ান্ত লকডাউনে সব প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণায় কর্মহীন হয়ে তারা বাড়ি ফিরছে অনেকেই, জরুরি প্রয়োজনে কেউ বা যাচ্ছে ঢাকায়। গণপরিবহণ বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক বা ভিন্ন কোনো যানবাহনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত আসা যাত্রীরা পড়ছে পরিবহণ সংকটে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ট্রাক, মাইক্রোবাস বা অন্য কোনো পরিবহণের দেখা মিললেও ভাড়া দিতে হচ্ছে কয়েকগুণ। যাত্রী পরিবহণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গণপরিবহণ বন্ধ থাকলেও মহাসড়কে অন্য পরিবহণের চাপ বেড়েছে। এজন্য যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে।