রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু
অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে রাজশাহী জেলা প্রশাসন আম পাড়ার সময় নির্ধারণ করেছে। আগামী ১৫ মে থেকে রাজশাহীতে শুরু হবে মৌসুমি আম সংগ্রহ কার্যক্রম।
আজ বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আম পরিবহণ, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, কৃষিবিদ, গবেষক, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করে জানানো হয়, গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, লক্ষণভোগ ও রানীপছন্দ ২৫ মে, হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহযোগ্য।
এ সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে প্রশাসন। তবে আবহাওয়াগত কারণে আগেই আম পেকে গেলে উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে সংগ্রহ করা যাবে।
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, রাজশাহীর ঐতিহ্য হচ্ছে আম। বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। এবারও কৃষক, কৃষি কর্মকর্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের আগে যদি কোনো কৃষক বা ব্যবসায়ী অপরিপক্ব আম নামান তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাটগুলোতে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন।