সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত আবদুল মান্নান মুন্না। ছবি : এনটিভি
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে আবদুল মান্নান মুন্না নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত মুন্না একজন মাদক ব্যবসায়ী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।
সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মুন্নাকে আটকের পর সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালাতে বাধ্য হয়। সেখানে দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় সাত পুলিশ সদস্য আহত হন। ওই সময় মাদক ব্যবসায়ী মুন্না মারা যান।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।