সিলেটে বাসচাপায় দাদি-নাতি নিহত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের বিবিজান (৬৫) ও তাঁর নাতি রাহাত (৭)।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস ধাক্কা দিলে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা বাসটি আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।