সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় আজ বৃহস্পতিবার রাতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার সাদিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক উপজেলার মোবারকপুর গ্রামের জুনেদ মিয়া (২৮)।
ওসি শ্যামল বণিক বলেন, সাদিপুরে মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক জুনেদ মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো চারজন মারা যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানান ওসি।