সুনামগঞ্জে শতাধিক ইজিবাইক শ্রমিকের মানববন্ধন
ইজিবাইকেই জীবিকা চলে তাঁদের। তাই এই বাহন সচল অথবা বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন সুনামগঞ্জে শতাধিক শ্রমিক। আজ মঙ্গলবার মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে সকালে জেলা শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সোহেল আহমদ, শ্রমিক নেতা সুয়েব আহমদ, হাফিজুর রহমান, নবী নুরু মিয়া, মোসাদ্দিক আলী বাবলী, মিলন মিয়া, ময়না বিবি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি মানবতার মা। আমাদের বিশ্বাস, আপনি আমাদের না খেয়ে থাকতে দেবেন না। আপনার কাছে অনুরোধ, দয়া করে শহরে ইজিবাইক শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।’
পরে মানববন্ধন শেষে শ্রমিকরা রাস্তা অবরোধ করে মিছিল করতে গেলে পুলিশ তাঁদেরকে বাধা দেয়।