সেনবাগে কিশোরীকে গণধর্ষণ, ‘বন্দুকযুদ্ধে’ প্রধান আসামি নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকরাম একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের বাসিন্দা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ মামলার আসামি পলাতক আকরামকে গ্রেপ্তার করতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আকরাম ও তাঁর সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আকরামের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
পরে গুলিবিদ্ধ আকরামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আহত পুলিশ সদস্যরা সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আকরামের লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।