সোনার বাংলাকে খান খান করে দিতে চায় স্বাধীনতা বিরোধীরা : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/28/khalid_mahmud_chow.jpg)
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোনার বাংলাকে আবার খান খান করে দিতে চায় স্বাধীনতা বিরোধীরা। আমরা সেটা হতে দিব না। আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকব। জনগণ আমাদের শক্তি। আমরা বিদেশিদের কাছে যাবনা। বিভ্রান্তকারী, চোর, লুটেরা, খুনিদের কথায় বিভ্রান্ত হওয়া যাবেনা।
প্রতিমন্ত্রী গতকাল রোববার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী। মির্জা ফখরুলদের কাজ হচ্ছে দেশে বিশৃংখলা সৃষ্টি করা। দেশের মধ্যে একটা আতংক তৈরি করা। ক্ষোভ তৈরি করা।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষের মধ্যে কোনো ক্ষোভ নাই। তারা ভাল আছেন। ক্ষোভ আছে বিএনপির মধ্যে। তাদের ক্ষোভ হলো- বাংলাদেশে লুটতরাজ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে পদ্মা সেতু হয়। বাংলাদেশে রেললাইন হচ্ছে। নতুন নতুন রেলগাড়ি চলছে। নতুন নতুন জাহাজ আসছে। নতুন নতুন বিমান আসছে। সড়ক হচ্ছে। ব্রীজ হচ্ছে। প্রধানমন্ত্রী একদিনে ১০০টি ব্রীজ উদ্বোধন করেছেন। তারপরেও তারা বলছে দেশ ভাল নাই। এদের ক্ষোভটা হচ্ছে দেশে চুরি-চামারি বন্ধ হয়ে গেছে। তাদের যে চোর, দুর্নীতিবাজ, মানিলন্ডারার বিদেশে টাকা পাচার করেছে। আদালতে প্রমাণিত হয়েছে। আমেরিকার এফবিআই'র লোক এসে সাক্ষ্য দিয়ে গেছে যে, সে টাকা পাচার করেছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশ ভাল চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ভাল চালাচ্ছেন। করোনা মহামারী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইত্যাদি সংকট মোকাবেলা করছি। দেশ ভালভাবে চলছে। বিএনপি একটা গোলযোগ লাগাতে চায়। তারা ঢাকায় মহাসমাবেশ করতে চায়। তাদের কথায় ৫০ লাখ মানুষ হবে। আনুক আমাদের আপত্তি নাই। কিন্তু রাস্তা বন্ধ করে কেন? তারা ঢাকা শহর অচল করতে চায়। যান চলাচল বন্ধ করে দিতে চায়। দেশে বিশৃংখলা তৈরি হয়- এ ধরনের মতলব নিয়ে তারা রাজনীতি করছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের একটি টিউবের নির্মাণ কাজ সমাপ্তির উদ্বোধন করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম টানেল নাই। অর্থনীতি যদি ভেঙ্গে পড়ে তাহলে এরূপ টানেল হয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, মানবিক প্রধানমন্ত্রী। তিনি শীতের শুরুতেই শীতার্ত মানুষের জন্য কম্বল পাঠিয়ে দিয়েছেন।’
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন ও সাধারণ সম্পাদক আফছার আলী। প্রতিমন্ত্রী এর আগে বিরল উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।