স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, চাচা আটক

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মসজিদ থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার ভোরে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত মনুর চাচা ইকবালকে আটক করেছে।
নিহত মোহাম্মদ আলী মনু সদর উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার বাসিন্দা। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।
নিহত মনুর পরিবারের অভিযোগ, মনুর পরিবারের সঙ্গে তাঁর চাচা ইকবালের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ওই জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে একটি মসজিদ থেকে ডেকে নেন তাঁর চাচা ইকবাল ও তাঁর সহযোগীরা। এরপর একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী খবর পেয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনুকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের চাচা ইকবালকে আটক করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।