হবিগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক। ছবি : এনটিভি
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালক মো. সুহান মিয়া নিহত হয়েছেন। এ সময় সুহানের বন্ধু সাহাব উদ্দিন (১৯) গুরুতর আহত হয়েছেন।
নিহত চালক সুহান (১৮) চুনারুঘাট সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের মৃত আ. আজিজের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব বলেন, ‘নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেল ৩টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন।’