ফেনীতে বাস উল্টে নিহত ৩

দুমড়ে-মুচড়ে গেছে বাসের সামনের অংশ। ছবি : এনটিভি অনলাইন
ফেনীর দাগনভূঞা উপজেলায় সুগন্ধা পরিবহনের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০), একই উপজেলার দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, সুগন্ধা পরিবহনের বাসটি নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। পুলিশ কাজ করছে। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।