হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মো. সাহাবুদ্দিন ফকির (৪০) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাহাবুদ্দিন ফকির উপজেলার বাঁশগাড়ী এলাকার মধ্যেরচর গ্রামের মো. সামসুল হক ফকিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাহাবুদ্দিন ফকির ওই গ্রামের আশ্রয়ণ প্রকল্পের জন্য বেশ কিছু লোকজনের কাছ থেকে তাদের জমির কাগজপত্র এনে ইউনিয়ন পরিষদে জমা দেন। এ বিষয় নিয়ে একই এলাকার আবু কবিরাজের সঙ্গে বিরোধ হয়। গতকাল শনিবার রাত ৯টার দিকে সাহাবুদ্দিন খাসেরহাট বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে ওই গ্রামের লাল মিয়া ফকিরের বাড়ির সামনে পৌঁছালে একই এলাকার ফারুক মোল্লা ও লোকমান চৌধুরীর হুকুমে তাঁর গতিরোধ করে আবু কবিরাজ, মো. হেলাল, জুনি, শুকুরসহ কয়েকজন যুবক। এ সময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে সাহাবুদ্দিনের দুই পা ভেঙে দেয়।
পরে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘হামলার ঘটনা জানতে পেরে আমরা আহত সাহাবুদ্দিন ফকিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এরপর তাকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী সাহাবুদ্দিন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’