হাসপাতালের টয়লেট থেকে নবজাতককে উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের টয়লেটের সানসেট থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
হাসপাতালে কর্মরত জ্যেষ্ঠ সেবিকা হাসনা হেনা বলেন, ‘আজ বিকেলে মহিলা ওয়ার্ডের টয়লেট থেকে বাচ্চা শিশুর কান্না শোনা যায়। সেখানে গিয়ে ওই নবজাতক শিশুটিকে পাওয়া যায়।’
কর্মরত জ্যেষ্ঠ সেবিকা সমাপ্তি ইয়াছমিন ও পাপিয়া জানান, নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান জানান, হাসপাতালের স্টাফদের আড়ালে কীভাবে বাচ্চাটি পাওয়া গেল সেটা জানা দরকার। এ ব্যাপারে আটঘরিয়া থানায় খবর দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। শিশুটিকে সার্বক্ষণিক সেবার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, বিষয়টি স্পর্শকাতর। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।