১০ কেজি গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটো জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম (৫৫), মো. আউয়াল মিয়া (৩২), মো. হালিম হাসান (২৩), মো. রাজীব (৩৫) ও মো. গোলাম রাব্বি (২২)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এই খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকা ও ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটো জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ময়মনসিংহে মাদক বিক্রি করে যুবসমাজকে বিপথগামী করে আসছিল।