১১ দাবিতে খুলনায় পাট শ্রমিকদের ভুখা মিছিল

১১ দাবিতে আজ সোমবার খুলনায় থালা-বাসন হাতে ভুখা মিছিল করেন পাট শ্রমিকরা। ছবি : এনটিভি
মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ে খুলনার নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে আজ সোমবার থেকে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
কর্মসূচির প্রথম দিনে শ্রমিকরা থালা-বাসন নিয়ে ভুখা মিছিল করেন। এ সময় তাঁরা নিজ নিজ মিলগেটে সমবেত হন। এরপর দাবি আদায়ের জন্য খালিশপুর বিআইডিসি সড়ক ও নতুন রাস্তা হয়ে মিল প্রদক্ষিণ করে আবারও মিলগেটে জড়ো হন।
এ সময় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, হুমায়ুন কবির খান, মুরাদ হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আবদুল মান্নান, কাউসার আলী মৃধা, মো. হানিফসহ অন্য নেতারা।
এ সময় অবিলম্বে ১১ দফা দাবি মেনে নিয়ে সরকার ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়।