১৪ বছরে ৪০ হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে : নসরুল হামিদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/30/samsad.jpg)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতায় ৪০ হাজার ৯২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৪ বছরে বিদ্যুৎ উৎপাদন চার হাজার ৯৪২ মেগাওয়াট থেকে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত মহাপরিকল্পনা ‘ইন্ট্রিগেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান’ প্রণয়ন করেছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’