৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাব বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আগামীকাল শনিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মাঈনুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘সারা বিশ্বের মানুষ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছে। এ ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতা হিসেবে আজ জরুরি সভায় সিদ্ধান্তের মাধ্যমে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে প্রেসক্লাবের ভেতরে কোনো কার্যক্রম চলবে না।’
তবে প্রেসক্লাবের বাইরে রাস্তায় সভা-সমাবেশের বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবে না।