৬ দিন পর কাজে যোগ দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা

আমরণ অনশন কর্মসূচি শেষে ছয় দিন পর আজ শনিবার সকাল থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ছবিটি আজ সকালে খালিশপুর জুট মিলস থেকে তোলা। ছবি : এনটিভি
আমরণ অনশন কর্মসূচি শেষে ছয় দিন পর আজ শনিবার সকাল থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে গত ২৯ ডিসেম্বর থেকে পাটকল শ্রমিকরা দ্বিতীয় দফায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের জন্য আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। গত ২ জানুয়ারি ঢাকায় পাটমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই আমরণ অনশন কর্মসূচি বৃহস্পতিবার মধ্যরাতে প্রত্যাহার করা হয়।
আজ সকালের পালা থকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে আজ থেকে মিলে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। ছয় দিনের নীরবতা ভেঙে মিলের যন্ত্রাংশ সচল হয়েছে।