বাগেরহাটে সাইকেল চালানোর প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে বাগেরহাটে প্রথমবারের মতো ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’ নামে সাইকেল চালানোর প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজারের পাশে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য (এমপি) ডা. মোজাম্মেল হোসেন।
এ প্রতিযোগিতায় ৪০ জন সাইক্লিস্ট অংশ নেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এডিবি অয়েলের কর্মকর্তা শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু।
বাগেরহাট খানজাহানের (রহ.) দরগাহ গেটের সামনের রাস্তা থেকে ৫৩ কিলোমিটার রূপসা-মাওয়া মহাসড়ক দিয়ে প্রতিযোগীদের সাইকেল গোপালগঞ্জের পাচুড়িয়া বাজার এলাকায় পৌঁছাবে। পরের দিন গোপালগঞ্জে ৫৫ কিলোমিটার পাড়ি দিতে হবে সাইকেলচালকদের। এর পর তাঁরা রাজধানীর হাতিরঝিলে আরো ৫৫ কিলোমিটার এলাকায় সাইকেল চালাবেন। আর এর মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।
বাগেরহাটে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্বে ছিল জেলা ক্রীড়া সংস্থা।