খুলনায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

খুলনা মহানগরীর খালিশপুরে আজ বৃহস্পতিবার দুপুরে বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে আবদুস সালাম (৬৪) নামের এক মুদি দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটক আবদুস সালামের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করেছেন কিশোরীর মা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, খালিশপুর নিউ কলোনিতে বৃদ্ধ আবদুস সালামের একটি মুদি দোকান রয়েছে। ওই দোকানে আজ দুপুর ১টার দিকে বাকপ্রতিবন্ধী কিশোরী বিস্কুট কিনতে যায়। এ সময় কৌশলে আবদুস সালাম তাকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী বাসায় গিয়ে তার মাকে ইশারা ইঙ্গিতে ঘটনা জানায়। কিশোরীর মা এলাকাবাসীকে নিয়ে ওই দোকানে যান। এলাকার লোকজন সালামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি জানান, এ ঘটনায় কিশোরীর মা মামলা করেছেন। কিশোরীকে নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।