সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

দেশে চলমান বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (২৫ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া গ্রামের আসলাম মাতবর (৩৮), পৌরসভার আড়াপাড়া মহল্লার নাসির উদ্দিন (৩৮), এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভাকুর্তা ইউনিয়ন শাখার সহ-সভাপতি শাহীন হাসান তুহিন (২৮)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ মে) তাদের আদালতে পাঠানো হবে।