মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২ জন রিমান্ডে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল রোববার (২৫ মে) বিকেলে ঠাকুরগাঁও থানায় দায়েরকৃত দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করলে এক আসামির তিনদিন এবং অপর আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গ্রেপ্তাররা হলেন-নীলফামারীর ডিমলা উপজেলার সহিদুল ইসলাম ও টাঙ্গাইল জেলার দিঘুলিয়া উপজেলার হায়দার রহমান।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, মির্জা ফখরুল ও তাঁর ছোট ভাইয়ের ছবি-নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিল। এছাড়া দলীয় পদ দেওয়া এবং বিভিন্ন তদবিরের আশ্বাস দিয়ে চাঁদা আদায়েরও পরিকল্পনা করছিল তারা।
এর আগে গত শনিবার (২৫ মে) বিকেলে পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।