মোংলায় বিনামূল্যে চক্ষুসেবা, হবে অস্ত্রোপচার

মোংলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষুসেবা দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চক্ষুশিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও সেফ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত চক্ষুশিবিরে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আটজন চিকিৎসক।
এ সময় মোংলা, রামপালসহ আশপাশের উপজেলার কয়েক হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এদের মধ্যে প্রায় ৪০০ জনকে বাছাই করা হয় যাদের চোখের বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের জন্য ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা হবে বলে জানিয়েছেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
আজ সকাল ৯টায় শুরু হওয়া বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা চলে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার ও মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম টিপু সুলতানসহ অন্যরা উপস্থিত ছিলেন।